|
---|
বাবলু হাসান লস্কর : বৃহস্পতিবার সকালে চন্দননগরে পালিন হল বিশ্ব নবি দিবস।উপস্থিত ছিলেন চন্দননগর পৌরনিগমের মেয়র রাম চক্রবর্তী,চন্দননগর পুলিশ কমিশনারেটের চন্দননগর থানার আই সি শুভেন্দু বন্দ্যোপাধ্যায়,চন্দননগর নবি দিবস কমিটির সদস্য মহ:আনোয়ার সহ চন্দননগর পৌরনিগমের মেয়র পারিষদের সদস্যেরা।আজ সকালে চন্দননগর জিটি রোডে সংলগ্ন এলাকাতে নবি দিবস উপলক্ষ্যে সুসজ্জিত শোভাযাত্রা সহ পথ পরিক্রমা করে।কড়া পুলিশের নজরদারির মধ্য দিয়ে।