প্রকাশ্যে এল খলিস্তানি জঙ্গিকে  খুন করার রহস্য!

নিজস্ব সংবাদদাতা : হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত-কানাডা দ্বন্দ্ব চরমে। আর এবার প্রকাশ্যে এল খলিস্তানি জঙ্গিকে  খুন করতে কারা এসেছিল, কীভাবে হল এই অপারেশন, সেই সমস্ত তথ্য।মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, একেবারে পরিকল্পিতভাবে হরদীপকে খুন করা হয়েছে। আর এই খুনের পিছনে অন্তত ছয় জন যুক্ত ছিল বলে দাবি ওই রিপোর্টে। ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, হুডি পরে দু’জন এসে ৫০ রাউন্ড গুলি চালিয়েছিল। ৩৪টি গুলি লেগেছিল খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারের শরীরে। ওই রিপোর্টে গত জুন মাসে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার  সারেতে গুরু নানক শিখ গুরুদ্বারে হামলা চালিয়েছিল কমপক্ষে ছয় জন, যারা দুটি গাড়ি চেপে এসেছিল। যে দু’জন গুলি চালিয়েছিল তাদের শিখদের মতোই দেখতে বলে দাবি এক প্রত্যক্ষদর্শীর।

    ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, গুরুদ্বারের সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ওই জঙ্গির হত্যার মুহূর্ত ধরা পড়েছে। দেড় মিনিটের এই ভিডিওতে দেখা গিয়েছে পার্কিং থেকে খলিস্তানি জঙ্গির ধূসর পিক-আপ ট্রাক বের করা হচ্ছে। সেই সময় একটি সাদা সেডানকে দেখা যায় যা সমান্তরালভাবে চলছিল। এরপর দুটি যান কিছুক্ষণের জন্য পাশাপাশি চলছিল।দাবি করা হয়েছে, ওই ভিডিওতে দেখা গিয়েছে ছাউনি দিয়ে ঘেরা একটি জায়গা থেকে বেরিয়ে আসে দু’জন। এরপর ট্রাকের দিকে এগিয়ে যায় চালকের দিকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে। পার্কিং লট ছেড়ে বেরিয়ে গিয়েছিল ওই সেডান। যার পরে আর কিছুক্ষণের পর সেটিকে দেখা যাচ্ছিল না। এরপরই দু’জনকে পালাতে দেখা যায়।

    রিপোর্ট অনুযায়ী গুরুদ্বার কমিটির এক সদস্য দাবি করেছেন, হুডি পরা দু’জনকে একটি পার্কের দিকে পালাতে দেখা গিয়েছিল। তাদের মুখে দাড়ি ছিল, মাথায় ছোট পাগড়ি ছিল। তারা তারপর একটি গাড়িতে ঢুকে পড়ে, যেখানে আরও তিনজন অপেক্ষা করছিল।এদিকে নিজ্জারের হত্যার ঘটনায় ভারতকে (India) দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। এই নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। যদিও এই রিপোর্টের প্রেক্ষিতে এখনও পর্যন্ত ভারতের বিদেশমন্ত্রক মুখ খোলেনি।