|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূমের সিউড়ি, রামপুরহাট, বোলপুর, দুবরাজপুর ও সাঁইথিয়া এই ৫ টি পুরসভায় গত ২৭ শে ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২ রা মার্চ তার ফলাফল ঘোষিত হয়েছে।আজ ১৬ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে একযোগে উক্ত পুরসভা গুলির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় নতুন পুরবোর্ড গঠন। আনুষ্ঠানিকভাবে পুরনাগরিকদের সামনে ঘোষিত হয় পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম। উল্লেখ্য গত রবিবার বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল বোলপুর দলীয় কার্যালয়ে বসে পাঁচটি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদর নাম ঘোষণা করেন।এদিন পাঁচটি পুরসভার মোট ৯৩ জন কাউন্সিলর শপথ নেন। দীর্ঘদিন স্থায়ী পুরবোর্ড ছিল না। আজ থেকে বোর্ড অফ কাউন্সিলরদের শপথ গ্রহণের মাধ্যমে পৌরসভা গুলি নতুন করে পথ চলা শুরু করবে।বোলপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ। বোলপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে পর্না ঘোষ ও ভাইস চেয়ারম্যান পদে ওমর শেখ নির্বাচিত হন। সিউড়ি পৌরসভার চেয়ারম্যান হিসেবে প্রনব কর এবং ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাও, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পদে পীযূষ পান্ডে ও ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী নির্বাচিত হন। সাঁইথিয়া পৌরসভায় বিপ্লব দত্ত চেয়ারম্যান ও কাজী কামাল ভাইস চেয়ারম্যান এবং রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান হিসেবে সৌমেন ভকত ও ভাইস চেয়ারম্যান হিসেবে সুব্রত মাহারা নির্বাচিত হন।
সাংবিধানিক নিয়ম মেনেই এদিনের শপথ গ্রহণ ও বোর্ড গঠনের অনুষ্ঠান সম্পন্ন হয়।বিশেষ উল্লেখযোগ্য যে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে পীযূষ পান্ডে পঞ্চমবার শপথ গ্রহণ করলেন। সাঁইথিয়া পৌরসভায় বিপ্লব দত্ত ও তৃতীয় বার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন।বাকি অন্যান্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে কেউ কেউ পৌর বোর্ডের পৌর প্রশাসক কিম্বা কাউন্সিলর হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন বলে জানা যায়।প্রত্যেক কাউন্সিলর মানুষের ভোটে জয়ী হয়েছে, সেই মোতাবেক সর্বদা মানুষের পাশে থাকার শপথ নেওয়া হয়, আশা করি এবারের পুর বোর্ড ও গতবারের ন্যায় ৩৬৫ দিন ই কাজ করবে তথা মানুষকে পৌরসভার পরিষেবা প্রদান করা হবে বলে নবনির্বাচিত কাউন্সিলরদের অভিমত।