|
---|
মহম্মদ নাজিম আক্তার, নতুন গতি, হরিশ্চন্দ্রপুর: গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া পরিবারের পাশে দাঁড়ালেন মালদা জেলাপরিষদের যুব তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি বুলবুল খান ও হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির ত্রান কর্মাধ্যক্ষ রসনারা খাতুন এর স্বামী ওয়ায়েস আলি।
বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তারা চাল, ডাল, আলু, পলিথিন ও বাসনপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ও পোশাক তুলে দেন। পাশাপাশি বুলবুল খানের পক্ষ থেকে ওই পরিবারগুলিকে আর্থিক সাহায্য করেন বলে খবর।
উল্লেখ্য, গতকাল সকালে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভিঙ্গল জিপির খোকড়া গ্রামে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় সামীম আলি ও বাবুল হক নামে দুই ভাই এর একটি করে রান্না ঘর ও গোয়াল ঘর সহ সামীম আলির একমাত্র বসত বাড়িটিও। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সর্বহারা হয়ে যায় দুটি পরিবার।
আজ ওই পরিবারগুলির পাশে দাঁড়ালেন মালদা জেলা পরিষদের যুব তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি বুলবুল খান ও হরিশ্চন্দ্রপুর- ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির ত্রান কর্মাধ্যক্ষ রসনারা খাতুন এর স্বামী ওয়ায়েস আলি।