|
---|
আর,এ,মণ্ডল, ইন্দাস বাঁকুড়া : বাঁকুড়া জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে এবং আদিবাসী উন্নয়ন দফতরের সহায়তায় বিভিন্ন ব্লকে ১৬৬তম হুল দিবস সাড়ম্বরে উদযাপিত হলো।
মন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা শাসক এস অরুণ প্রসাদ,সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু ,মেন্টর অরূপ চক্রবর্তী, বিধায়ক অরূপ খাঁ,গুরুপদ মেটে,জ্যোৎস্না মাণ্ডি এবং জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরুণাভ মিত্র প্রমুখ বিশিষ্টজনদের উপস্থিতিতে বাঁকুড়া,ছাতনা,তালডাংরা ইত্যাদি ব্লকে হুল দিবস উদযাপন পালন করা হয়।উল্লেখ্য যে ঐ দিন আনন্দপুর ব্লকে সিধু কানু মূর্তির উদ্বোধন করেন জেলা শাসক এস অরুণ প্রসাদ এবং জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু মহাশয়।অনুষ্ঠানের শেষ পর্বে হুল দিবস এর তাৎপর্য সহ আলোচনা করা হয়।