|
---|
সংবাদদাতা : জামালপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাড়ম্বরে হুল দিবস পালিত হলো। পাঁচড়া কিষাণ মান্ডিতে এই অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, পাঁচড়া পঞ্চায়েতের প্রধান লালু হেমব্রম, উপ প্রধান বিকাশ পাকড়ে, আদবাসি নেতা তরক টুডু সহ অন্যান্যরা। ধামসা মাদল সহযোগে একটি রেলি করে কিষাণ মান্ডিতে গিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে সিধু কানুর ছবিতে মাল্য দান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। নানা অনুষ্ঠান করা হয়।
এ দিন ব্লক পার্টি অফিসে হুল দিবস পালন করেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান ছিলেন যুব সভাপতি ভূতনাথ মালিক। সিধুকানুর ছবিতে মাল্য দান করে তাঁরা শ্রদ্ধা অর্পণ করেন।