|
---|
নূর আহমেদ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এদিন শনিবার তেইশে সেপ্টেম্বর সন্ধ্যায় মেমারির কৃষ্টি প্রেক্ষাগৃহে বিশিষ্ট সংগীত শিল্পীদের সংগীত পরিবেশনের মাধ্যমে স্বনামধন্য সংগীত শিল্পীদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মোট দুদিন ধরে এই সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে মেমারির কৃষ্টি প্রেক্ষা গৃহে। এদিন ছিল প্রথম দিন। বিভিন্ন স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা তাদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্বনামধন্য বেশকিছু বিশিষ্ট সংগীত শিল্পীদের সম্মান জানানোর এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে আধিকারিক রাম সংকর মন্ডল, মেমারি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, শোনাবো জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামসংকর মন্ডল স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের সম্মান জানানোর এই সংগীতানুষ্ঠান সম্পর্কে কি জানালেন…এই সংগীত অনুষ্ঠানে সকলের প্রবেশ ছিল অবাধ। বিনামূল্যে অগ্রিম প্রবেশ পত্র সংগ্রহ করে মেমারির অগণিত সংগীতপ্রেমী মানুষেরা এদিন সন্ধ্যায় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল এই সংগীতমুখর সন্ধ্যা। কৃষ্টি প্রেক্ষাগৃহের বাইরেও বসানো হয়েছিল বড় জায়ান্ট স্কিন, সেই জায়ান্ট স্কিনের মাধ্যমেও বহু পথ চলতি মানুষ থেকে সাধারণ মানুষেরা উপভোগ করলেন এই সঙ্গীতানুষ্ঠান।