|
---|
রোদ্দুর ইসলাম : মেমারি:২৪ সেপ্টেম্বর,আজ রবিবার ২৪ সেপ্টেম্বর কবিতা সন্ধ্যার ৪৬৪ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হল বর্ধমান জেলা গ্ৰন্থাগারে। আহ্বায়িকা বর্ষীয়সী কবি সুষমা মিত্র, কবিতা সন্ধ্যার সভাপতি শ্যামল বারুরী, সম্পাদক কুশল দে, দেবাশিস মোহান্তি প্রমুখের উপস্থিতিতে সুব্রত মজুমদার, বিশ্বজিৎ ভট্টাচার্য্য এবং পার্থ সারথি ব্যানার্জীর সঞ্চালনায় বর্ষীয়ান দীপেন্দ্রনাথ শীল, লক্ষণ দাস ঠাকুরা, কুমুদ বন্ধু নাথ, কাশীনাথ গাঙ্গুলী, নমিতা রাউত,করবী রায়,দীপা কুমার, সুবীর রায়, তাপস ভূষণ সেনগুপ্ত,ডাঃ সেখ সাবের আলি, মোমিনুল ইসলাম, সুফি রফিক উল ইসলাম, সৌম্য বন্দ্যোপাধ্যায়, সুভাষ বসু, সব্যসাচী বক্সী, অশোক বর্মন, চৈত্র কুমার প্রামানিক, অশোক সরকার, রীতা বসু ধর প্রমুখ প্রায় পঁয়তাল্লিশ জন সাহিত্য প্রেমী ব্যক্তিত্ব কবিতা পাঠ, সংগীত, বক্তব্য ও আলোচনায় অংশগ্রহণ করেন।