বৃষ্টিতে ভয়াবহ ধস সামসেরগঞ্জের পুঠিমারী পল্টন ব্রিজের রাস্তায়।

রাজু আনসারী, সুতি ; লাগাতার বৃষ্টিতে ভয়াবহ ধস মুর্শিদাবাদের সামসেরগঞ্জের পুঠিমারী পল্টন ব্রিজের রাস্তায়। ডাকবাংলা থেকে পাকুর যাওয়ার একমাত্র রাস্তা ১০৬ নম্বর জাতীয় সড়কে ধসের ফলে বিঘ্নিত যান চলাচল। সমস্যায় পড়েছেন বড় গাড়ি থেকে শুরু করে সব ধরনের যানবাহন। পল্টন ব্রিজের রাস্তায় ফের একবার ধস ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উল্লেখ করা যেতে পারে, ৩৪ নং জাতীয় সড়ক বেয়ে নতুন ডাকবাংলা থেকে ঝাড়খান্ডের দিকে চলে গিয়েছে ১০৬ নং জাতীয় সড়ক। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পর বেশ কয়েক বছর আগেই রাস্তাটি সংস্কার হয়। কিন্তু বর্ষা আসলেই বারংবার ধসের কবলে পড়ে পল্টন ব্রিজের এই রাস্তা। রাস্তাটি দিয়ে দৈনন্দিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এদিকে সম্প্রতি দিন কয়েক থেকে লাগাতার বৃষ্টির জেরে ডাকবাংলা থেকে ঝাড়খণ্ড যাওয়ার একমাত্র রাস্তায় বিশালাকারের ধস নেমে যায়। ফলে ওই রাস্তায় ছোট গাড়ি থেকে বড় গাড়ি কোনোটায় সাহস নিয়ে পারাপার হতে পারছেন না। পল্টন ব্রিজ সংলগ্ন প্রায় ১৫০ মিটার রাস্তায় ধস নামে।পাশাপাশি সহ ৪ থেকে ৫ হাত গভীরতায় ওই ধস নেমেছে। এদিকে পল্টন ব্রিজের রাস্তায় ধস নামার ফলে আশেপাশের প্রায় দশটি পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সামশেরগঞ্জের ভিডিও সুজিত চন্দ্র লধ জানিয়েছেন, ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং বিদ্যুৎ দপ্তর কাজ শুরু করেছে। খুব দ্রুত সংস্কারের বন্দোবস্ত করা হচ্ছে।