|
---|
সেখ সামসুদ্দিন, ১৩ এপ্রিলঃ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বারবার প্রমাণ করে দিচ্ছে এটাই মহান বাংলা। মেমারি ১নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী মাহে রমজান উপলক্ষে ওনার সহযোদ্ধাদের দিয়ে গন্তার ১, গন্তার ২, নিমো-১ ও নিমো-২ অঞ্চলের মসজিদে মসজিদে ইমামদের কাছে এবং এলাকার প্রবীণ-নবীন রোজাদারদের কাছে ইফতারির সামগ্রী পৌঁছে দেন এবং পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা বার্তা পাঠান।