|
---|
লুতুব আলি, বর্ধমান, ১৩ এপ্রিল : বর্ধমানের অগ্রগণ্য সেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি ১৩ এপ্রিল বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ ও ফ্রি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করল। রোজা চলায় মুসলিম সম্প্রদায়ের দুস্থদের দশ দিনের ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। বর্ধমানের উপকণ্ঠে বনগ্রাম,বাড়াল, হাট খান্ডা গ্রামে এই অনুষ্ঠান হয়।সুষম খাবার এর প্যাকেট পেয়ে ভীষণ খুশি হয়েছেন গ্রামের দুস্থ মানুষজন।আনোয়ারা বিবি,নূরজাহান বিবি,তুহিমা খাতুন,হারা মল্লিক, আসান আলি রা সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন, ইফতারের খাবার বাজারে পাওয়া গেলেও যা পাওয়া যায় না তা হল দোয়া।এই অনুষ্ঠানে যে ভাবে মানুষেরা দোয়া করেছেন তা আমাদের কাছে চিরন্তন হয়ে থাকবে।সংস্থার সদস্যা অঙ্কিতা সাম বলেন,রোজার মাসে রোজ দার দের দোয়া পাওয়া কম সৌভাগ্যের নয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৈতালি ঘোষ, সুদীপ দাস, ঐন্দ্রিলা সাধুখাঁ সহ সংস্থার অন্যান্য সদস্য সদস্যারা।