করোনার বিপর্যয়ে জিন্দাল শ্রমিকদের পাশে দাঁড়ালেন আইএনটিটিইউসির কনভেনর

সেখ মহম্মদ ইমরান, শালবনী:​করোনা ত্রাস বিশ্বজুড়ে। ওই ত্রাসকে আটকানোর জন্য আগামী 14ই এপ্রিল পর্যন্ত সরকারের পক্ষ থেকে লক ডাউন ঘোষণা হয়েছে। কলকারখানা সব বন্ধ।
ফলে শ্রমিকদের রুটি-রোজগারও বন্ধ। এই অবস্থায় তাদের পাশে দাঁড়ালেন শালবনি জিন্দাল আইএনটিটিইউসির কনভেনর সেখ ইমরান ।


    তিনি এদিন শালবনি ব্লকের বাকিবাঁধ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে অসহায়-দুস্থ শ্রমিকদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল ডাল আলু পিয়াজ তেল ইত্যাদি বিতরণ করলেন। শেখ ইমরান জানান, আজ
    এলাকার প্রায় 450 শ্রমিক,গরিব-প্রান্তিক,এস সি, এস টি , সংখ্যালঘু পরিবারকে দেওয়া হয়েছে। আজ থেকে শুরু করেছি। তিনদিনে মোট একহাজার পরিবারকে দেওয়া হবে।এদিন উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি লক্ষী ভূঁইয়া, চেয়ারম্যান রামপদ মাহাত, সহ স্থানীয় নেতৃত্ব নিখিল ঘোড়াই, চন্দন মানা, বাবুয়া সাঁতরা, কানন চালাক, বিশিষ্ট সমাজসেবক কাইয়ুম আক্তার, সামসুলহোদা, হাজি কামুরুদ্দিন, রাহীম আলী প্রমুখ।
    নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পেয়ে শ্রমিকরা বেজায় খুশি। সেখ ইমরানের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসী।