|
---|
মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, কালিয়াচক: করোনা পরিস্থিতিতে দুঃস্থ এবং কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন মালদা জেলার খাদি সংস্থার কর্মীরা। ইতিমধ্যে মালদা জেলাশাসকের কাছে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন জেলার খাদি সংস্থার সদস্যরা। মালদা খাদি কোভিড-১৯ রিলিফ ফান্ড নামাঙ্কিত সংস্থার সদস্যরা এই করোনার মধ্যে দুঃস্থ মানুষদের খাদ্যসামগ্রী বিলির উদ্যোগ নিয়েছেন। জেলার কালিয়াচক , মোথাবাড়ি, মানিকচক, ওল্ড মালদা, গাজোল, পঞ্চনন্দপুর সহ বিভিন্ন এলাকায় ছয় দিন ধরে দুস্থদের খাদ্য সামগ্রী বিলি করবেন মালদা খাদি কোভিক-১৮ রিলিফ ফান্ডের সদস্যরা। জানা গেছে, জেলায় রয়েছে শতাধিক খাদি ।
মঙ্গলবার মালদার জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে করোনা মোকাবিলায় ১ লক্ষ টাকার আর্থিক অনুদানের একটি চেক তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। উপস্থিত ছিলেন খাদি সংস্থার সদস্য মহম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ একরামুল্লা, মহম্মদ শাহাদাত হোসেন, মহম্মদ আহমারুল হক, সৌরভ গুপ্ত, সামিজুদ্দিন আহমেদ, সহ অন্যান্যরা।
রিলিফ ফান্ড সংস্থার সদস্য মোহাম্মদ একরামুল্লাহ, মহম্মদ সানাউল্লাহ, সাহাদাত হোসেন প্রমুখরা বলেন, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা সদস্যরা নিজেদের মধ্যে থেকে অর্থ সংগ্রহ করে ১ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দিয়েছি জেলাশাসকের কাছে। এছাড়া ও ১৩ জুন থেকে জেলার বিভিন্ন এলাকায় করোনার মধ্যে কষ্টে থাকা শ্রমিকদের পরিবারগুলিকে খাদ্য সামগ্রী বিলি করা হবে। কর্মসূচি ২০ জুন পর্যন্ত চলবে। ইতিমধ্যে দুই হাজার পরিবারকে ৪০০ টাকার খাদ্যসামগ্রী প্যাকেট দেওয়া হয়েছে। খাদি মাস্ক বিতরণ করা হয়েছে। যাতে চাল, ডাল, তেল, আটা, সাবান, মুড়ি, বিস্কুট সড় দশ রকমের খাদ্যসামগ্রী থাকবে। জেলার ১০০ খাদি সংস্থা রয়েছে। প্রত্যেক সদস্যদের আন্তরিক আর্থিক সহযোগিতায় এই কর্মসূচি নেওয়া হয়েছে।