স্বাস্থ্যবিধি মেনে কুয়েতে মুসলিমদের ইবাদতের জন্য মসজিদ খুলে দিল

কুয়েতে মুসলিমদের ইবাদতের জন্য মসজিদ খুলে দিল

    নতুন গতি ওয়েব ডেস্ক: বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস সেই কারণে স্কুল কলেজ ও বিভিন্ন ধর্মস্থান বন্ধ করে দিয়েছিল কুয়েতের সরকার ।প্রায় তিন মাস পর মুসলিমদের জন্য মসজিদ খুলে দিচ্ছেন ।
    স্বাস্থ্যবিধি মেনে সকল মসজিদ খুলে দেয়া হলো এবাদতের জন্যে। সেদেশের ইসলামিক বিষয় মন্ত্রী একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন দশই জুন জহুরের নামাজ থেকেই পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারবেন মসজিদে, যদিও বলা হয়েছে জনঘনত্ব পূর্ণ এলাকা গুলি সতর্ক থাকবে।
    মসজিদে নামাজ পড়তে যাওয়ার বিষয় কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছেন সে দেশের সরকার , বাড়ি থেকে অজু করে আসতে হবে , আযানের ৫ মিনিট আগে মসজিদ খুলে দেয়া হবে, আযানের ৫ মিনিট পরেই জামাত শুরু করতে হবে। সাত বছরের নিচে বাচ্চাদের মসজিদে আসা বর্তমানে নিষিদ্ধ করা হয়েছে। নামাজের জন্য বিশেষ জায়নামাজ বাড়ি থেকে নিয়ে আসতে হবে, এবং নামাজের সময় মাস্ক ব্যবহার করতে হবে।