|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে হামলাকারী বন্দুকবাজ সালভাদর র্যামোসের বিষয় প্রকাশ্যে এল কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে স্কুলে হামলা চালানোর আগে, নিজের ঠাকুমাকেও গুলি করেছিল এবং প্রকাশ্যে আসে হামলার দুই ঘন্টা আগে তার সঙ্গে একটি মেয়ের টেক্সট। সেই মেয়েটির পরিচয় এখনো জানা যায়নি।
তার আহত ঠাকুমা হাসপাতালে ভর্তি। অন্যদিকে মেয়েটিকে চ্যাটে বলে “একটা সিক্রেট বলতে চাই তোমাকে। একটা কাজ করতে যাচ্ছি আমি।” মেয়েটি জানতে চাওয়ায় সে উত্তর দেয় “এগারোটার দেয় আগে বলব।” তারপর রামোসের আর কোন মেসেজ পাওয়া যায়নি। এছাড়াও জানা গিয়েছে, র্যামোসের মা মাদকাসক্ত ছিলেন। রামোসকে স্কুলে ও বাড়িতে দুই জায়গায় হেনস্থা করা হতো।