|
---|
আগামী কাল বৃহস্পতিবার করোনা ভাইরাসের টিকা মানব দেহে পরীক্ষা করা হবে
নতুন গতি ওয়েব ডেস্ক: করোনার প্রতিষেধক টিকা বৃহস্পতিবার মানবদেহে প্রয়োগ করা হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই ভ্যাকসিনটি আবিষ্কার করেছে। ব্রিটেনের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ম্যাট হ্যানকক এই কথা জানিয়েছেন। তিনি বলেন, টিকা আবিষ্কারের জন্য সরকার সবকিছ্র বাজি ধরেছে। দুটি ভ্যাকসিন ব্রিটেনে তৈরি হচ্ছে। ইম্পিরিয়াল কলেজও ভ্যাকসিন বানিয়েছে। অক্সফোর্ডের প্রতিষেধক টিকাই আগে পরীক্ষা হবে মানবদেহে। বিজ্ঞানী এর সাফল্যে ৮০ ভাগ নিশ্চিত। সাধারণ এধরনের ভ্যাকসিন বানাতে বহু বছর কেটে যায়। কিন্তু তা মাত্র কদিনেই করে ফেলা গিয়েছে। ওই দুটি বিশ্ববিদ্যালয় ও কলেজকে সরকারের তরফে ৪ কোটি ৪৫ লক্ষ পাউন্ড দেওয়া হয়েছে। এরই পাশাপাশি এই ওষুধের উৎপাদনের বিষয়টিও ভাবা হচ্ছে। পরীক্ষা সফল হলে ব্রিটেনে তা দ্রুত উৎপাদন শুরু করা হবে।