|
---|
নিজস্ব সংবাদদাতা : বীরভূম:বিশ্বে করোনা ভাইরাস জনিত যে মহামারির আকার ধারণ করেছে তার ফলে যে লকডাউন চলছে তাতে মানুষের রুজিরোজগারে টানপড়েছে । তাই বীরভূম জেলার পাইকর থানার কুশমোড়ের আল মাহমুদ ইসলামিক একাডেমির উদ্যোগ ও ব্যবস্তাপনায় এখানকার অসহায় দুস্ত মানুষ দের চাল ডাল আলু পিয়াজ তেল নুন চিনি তুলে দেওয়া হয় ।
সংস্থার সম্পাদক ক্কারী আব্দুস সামাদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি তিনার সাধ্য মত ত্রাণ সামগ্রীর আয়োজন করেছেন । কর্মধ্যক্ষ ও জনদরদি মুহম্মদ জাকির হোসেন উপস্তিত ছিলেন এই ত্রাণ বিতরণ শিবিরে ।