|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি জেলা হাসপাতালে মঙ্গলবার সকালে শৌচাগার থেকে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুরজিৎ চক্রবর্তী(৫২)। তার বাড়ি শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির ১নং গ্রাম পঞ্চায়েতের জামুরিভিটার ভোলা মোড়ে। একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৮ ডিসেম্বর পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। তিনি হাসপাতালের মেইন সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। প্যানক্রিয়াটিসের চিকিৎসা চলছিল তাঁর। অনেকটা সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু সোমবার রাতে ওয়ার্ডের শৌচাগারে যান। অনেকক্ষণ ভিতরেই ছিলেন৷ এরপর অন্য রোগী শৌচাগারে গেলে ভিতরে সিলিংয়ে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর বিষয়টি চাউর হতেই হাসপাতাল কর্তৃপক্ষর ছুটোছুটি শুরু হয়ে যায়। হাসপাতালে থাকা পুলিশ কর্মীরা দেহ নামিয়ে মর্গে পাঠায়। মঙ্গলবার সকালে দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান হয়। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।