|
---|
বাড়ির সামনে মদ ও জুয়ার আসর বসানোর প্রতিবাদ করায় গুলি করে খুন
এস ইসলাম,নতুন গতি,মুর্শিদাবাদ:
বাড়ির সামনে মদ ও জুয়ার আসর বসানোর প্রতিবাদ করায় গুলি করে খুন করার অভিযোগ এক ব্যক্তিকে। মঙ্গলবার গভীর রাতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জর ৯ নম্বর ওয়ার্ডের গাজিনগর এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম আনিকুল ইসলাম। জখম হয়েছেন আনিকুল ইসলামের এক ছেলে শহিদুল ইসলাম। তাকে গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালে। ঘটনার তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। এই ঘটনার চারজন অভিযুক্তকে আটক করেছে পুলিশ।*