|
---|
সংবাদদাতা : আজ হুগলি জেলার আরামবাগে দুঃস্থ মানুষদের বস্ত্র ও কম্বল বিতরণ করা হলো “আগামী” স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে । এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন আরামবাগ আল-আলম মিশনের সম্পাদক হাজী বদরুল আলম, প্রাক্তন অধক্ষ বাণীপ্রসাদ সেন, কবি সাধন বারিক, ডা: শিবরাম দে, চয়ন আহম্মেদ, সেখ ইব্রাহিম ফারুক, নিলুফা পারভীন সহ আগামীর সমস্ত সদস্যবৃন্দ। এদিন ২০০ দুঃস্থ মানুষের হাতে বস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয় ।