বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থার ডায়েট ক্যাম্প।

লুতুব আলি, বর্ধমান, ৭ এপ্রিল : ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে আজ সারা বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিভিন্ন ধরনের সভা সেমিনার ও ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে ৭ এপ্রিল বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যাযারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হয়েছিল বিনামূল্যে ডায়েট ক্যাম্পের। হেলথ ফর অল এই ভাবনাকে মাথায় রেখে সকল শ্রেণীর মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে ৬ এপ্রিল হাট গোবিন্দপুর এলাকায় এবং ৭ এপ্রিল বর্ধমান শহরের শুলি পুকুর এলাকায় ডায়েট ক্যাম্প আয়োজিত হয়েছিল। বিশিষ্ট ডায়েটিশিয়ান অরুনিমা লাহা, লাবনী ভট্টাচার্য, সুনন্দা প্রামানিক প্রমূখরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের শারীরিক অবস্থা অনুযায়ী সকলকে ডায়েট চাট প্রদান করেন এবং পথ চলিত মানুষকে খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করেন। এই সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, একটি বাড়ির প্রাণ যেমন ইঁট, বালি, সিমেন্ট, রড তেমনি একটি শরীরের প্রাণ খাদ্য উপাদান। সেই খাদ্য উপাদানের গন্ডগোল হলেই মানুষ রোগে আক্রান্ত হন।তখনই মানুষ দৌড়ায় চিৎসকের কাছে।সাধারণ মানুষ যদি আগে থেকেই সহজলভ্য স্থানীয় খাবারের প্রতি গুরুত্ব আরোপ করেন তাহলে তারা জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে।সংস্থার তৃতীয় বর্ষের ছাত্র প্রদীপ দাস বলেন,অনেকদিন ধরেই ওজন কমানোর কথা ভাবছিলাম তাই আজ বিনামূল্যে ডায়েট চার্ট হাতে পেয়ে বেশ ভালো লাগছে। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে অয়ন মাজি,অঙ্কিতা সাম, মনীষা দাস,সুদীপ দাস,ঐন্দ্রিলা সাধুখা,সৌমী সাহা,দ্যুতি কোনার প্রমুখ।