|
---|
সেখ সামসুদ্দিন, ৮ নভেম্বরঃ মেমারি ও দিলালপুরের মধ্যে সংযোগ কাঠের সেতু বিপদগ্রস্ত অবস্থায় বহুদিন সংস্কার না হওয়ায় ঘটতে পারে যে কোন সময় দুর্ঘটনা। সেই ব্রিজের ওপর দিয়েই চলছে সাইকেল, মোটরসাইকেল থেকে পদযাত্রী সকলে। এই ব্রিজ নিয়ে বিভিন্ন সময় সংবাদমাধ্যম তুলে ধরলেও প্রশাসনিক ভাবে কোন কাজ হয়নি, এলাকার মানুষের দাবি পাকা কংক্রিট সেতু নির্মাণ। যেহেতু ডিভিসির খাল সেখানে ব্লক প্রশাসন কোনোভাবেই কংক্রিট সেতু নির্মাণ করতে পারে না। যার কারণে সেচ দপ্তরের কাছে আবেদন জানানো হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ওই পর্যন্তই কাজ, তারপরে ফলোআপ হয়নি। কিছুদিন আগে গুজরাট কাণ্ডের পর হঠাৎই ষরাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনিক কর্মকর্তারা নড়েচড়ে বসেন। ক’দিন আগে এসডিপিও, এসডিও জায়গাটি পরিদর্শন করে ব্রিজটি যাতায়াতের জন্য বন্ধ করে দেওয়া হয়। এলাকাবাসীর ক্ষোভ এই সেতু বন্ধ করে দেওয়ার ফলে স্কুলের ছেলে মেয়ে, অফিস যাত্রী, এমনকি রোগী সকলেই সমস্যায় পড়েছেন। আজ ওই ব্রিজ পরিদর্শনে যান মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, শহর সভাপতি স্বপন ঘোষাল, সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, বর্ষীয়ান তৃণমূল নেতা অচিন্ত্য চ্যাটার্জী, ১ নম্বর ওয়ার্ড সভাপতি অজিত কুমার সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের কাছে এলাকার মানুষ দাবী জানান ব্রিজ বন্ধ হয়েছে পাশাপাশি নৌকা চালু করার, নৌকা চললে তাদের সুবিধা হবে অনেকটাই। বিধায়ক জানান তিনি সত্তর চেষ্টা করবেন এই ঘাটে নৌকা পরিষেবা চালু করতে।