দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক বোমাবাজি, উত্তপ্ত হয়ে উঠলো মুর্শিদাবাদের বেলডাঙা

আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ: গতকাল বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত হিজিলিমাঠপারা এলাকা, এলাকার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। গ্রামের কাটফেলি ও মরোল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়, কালকে সকাল থেকেই ব্যাপক বোমাবাজি হয় এলাকায়, সম্পূর্ণ এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, এলাকার মানুষজন ঘর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

    রাজনৈতিক কারণে ঝামেলার শুরু হয়, সকাল থেকে বোমাবাজি ও ঘর ভাঙচুর করা হয় ব্যাপক পরিমাণে। জানা গেছে রাজনৈতিক কারণে এই দুই গোষ্ঠীর মধ্যে এর আগেও সংঘর্ষ বেঁধেছে তখন পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় ফের গতকাল পুনরায় বিবাদ সৃষ্টি হয়ে যায়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে ঘটনাস্থল থেকে দুই ব্যাগ বোমা উদ্ধার করা হয়েছে। কালকে ব্যাপক পরিমাণ সেনা মোতায়েনের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। গ্রামবাসীরা এখনো আতঙ্কিত হয়ে আছে।

    বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান এর আগে অনেকবার এদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে, আলোচনা করে সমাধান করা হয়েছে আবার একই রকম অবস্থা। গ্রামের মানুষদের কাছ থেকে জানা যায় যে কিছুদিন আগে হুমায়ূন কবিরের তৃণমূলে যোগদান সভায় উপস্থিত হওয়া নিয়েই কালকে বিবাদ শুরু হয়।