শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ তাও হুঁশ ফেরেনি মানুষের,মাস্ক সামাজিক দূরত্ব বালাই নেই নির্বিকার প্রশাসন

নতুন গতি নিউজ ডেস্ক,মালদা:সামাজিক দূরত্বকে কার্যত বুড়ো আংগুল দেখিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরেই বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষের উপচে পড়া ভীড়। বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক। যেখানে করোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে বলা হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলুন মুখে মাক্স পড়ুন। অথচ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরেই সেই নিয়মকে তোয়াক্কা না করে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, এক জায়গায় জমায়েত।

    অথচ সেই বিষয়ে কোনো হেলদোল নেই প্রশাসনের বলে অভিযোগ উঠছে।উল্লেখ্য বিভিন্ন কাজে মালদা জেলার প্রতিটি ব্লক থেকেই প্রতিদিন সাধারণ মানুষেরা এসে থাকেন প্রশাসনিক ভবন চত্বরে। প্রশাসনিক ভবন চত্বরে রয়েছে পুলিশ সুপারের অফিস, মালদা জেলা আদালত, গ্রাম উন্নয়ন ভবন সহ একাধিক দপ্তর। স্বভাবতই তাই প্রতিদিনই প্রশাসনিক ভবন চত্বরে সাধারণ মানুষের ভীড় উপচে পড়ে।