যুব তৃণমূল সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রসেনজিৎ দাস তারই উপস্থিতিতে মালদহের চাঁচল ১ নং ব্লক কমিটির বূথ ভিত্তিক কর্মী সভা

মালদা১৩ আগস্ট : জেলা তৃণমূল কমিটির রদদলে মালদা জেলা যুব তৃণমূল সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রসেনজিৎ দাস। তারই উপস্থিতিতে মালদহের চাঁচল ১ নং ব্লক কমিটির বূথ ভিত্তিক কর্মী

    সভা হল বৃহস্পতিবার।হাজির ছিলেন, জেলাপরিসদের সদ‍স‍্য সামিউল ইসলাম, যুব তৃণমূল কমিটির রিপন আলী, নুরসেদ আলম, ব্লক তৃণমূল নেতা মোক্তার হোসেন, মোস্তফা কামাল,অমিতেষ পান্ডে ও ইন্তাজ হোসেন সহ ব্লক এলাকার তৃণমূল সমর্থক ও কর্মী বৃন্দ। নব যুব তৃণমূল সভাপতি পুস্প স্ববক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন কর্মীরা।

    তবে এদিন অপেক্ষারত দুখন্ড গোষ্ঠী একত্রিত হয়ে ৮১ নং জাতীয় সড়কে জেলা যুব তৃণমূল সভাপতির সাথে দেড়শো মিটার মিছিলে হাটেন কর্মীরা।পরে রানী দাক্ষায়নী গার্লস স্কুলে শুরু হয় বুথ ভিত্তিক কর্মীসভা।তবে এদিন যুব তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সভাকেঘিরেও দেখা দিয়েছে ভিন্ন গোষ্ঠীর ছাপ। ছাত্র সংঘঠনের সবাই হাজির থাকলেও চাঁচল ১ নং ব্লক টিএমসিপির কার্যকরী সভাপতি কর্মীসভায় অনুপস্থিত ছিলেন।তবে একত্রিত হয়েই সবাইকে নিয়ে সভা করা হয়েছে বলে জানিয়েছেন চাঁচল ১ নং ব্লক তৃণমূল কমিটির সভাপতি সচীদানন্দ চক্রবর্তী। তবে উত্তর মালদহের চাঁচল বিধানসভায় সোশ‍্যাল মিডিয়ায় বিধাসভার প্রার্থী দাবী তুলছেন অনেকের অনুগামীরা।

    এ প্রসঙ্গে ব্লক কমিটির সচীদানন্দ সাফ জানিয়েদেন, প্রার্থী তালিকা খোদ রাজ‍্য সুপ্রিমো করবেন। নেত্রী যেটা সিদ্ধান্ত গ্রহন করবে সেটাকেই মান‍্যতা দিয়ে আমরা বিধানভায় লড়ব বিরোধীদের হটাতে।তবে দলের বাইরে কেউ কথা বললে কড়া সিদ্ধান্ত গ্রহন করা হবে জানিয়েছেন ব্লক তৃণমূল কমিটির সভাপতি সচীদানন্দ চক্রবর্তী।