করোনা ভয়কে উপেক্ষা করে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবির

নতুন গতি ওয়েব ডেস্ক:করোনা সংকটকালে ও লকডাউনের জেরে সর্বত্র দেখা দিচ্ছে রক্ত সংকট । থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী থেকে গর্ভবতী মহিলার প্রাণ বাঁচানো দুর্বিসহ হয়ে পড়েছে । এদিন 12th আগস্ট নদীয়া শালিগ্রাম হাইস্কুলে শক্তিনগর জেলা হাসপাতালের মেডিক্যাল টিমের সাহায্য নিয়ে Helping Organization For Public Easement (HOPE) আয়োজন করলো রক্তদান শিবির । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান আসাদুল বিশ্বাস,শালিগ্রাম আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক,সভাপতি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ । নিকটবতী কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য ছিল কিছু সাম্মানিক । সম্পাদক সিদ্দিক সাহেব মহাশয় এবং সভাপতি ডক্টর সিলন বলেন, “ভবিষ্যতে আমরা এইভাবে মানুষের পাশে থেকে মানুষের সাহায্য করতে সচেষ্ট থাকিব ।” ধন্যবাদ দিয়েছেন সমগ্র HOPE এর সদস্যদের । দলের অন্য সদস্য আবির,আনারুল বিশ্বাস ও সহকারি দলকে ।