স্কুল ও কলেজে ‘কেরিয়ার টক’ চালু করছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি : শ্রম দপ্তর বিভিন্ন স্কুল ও কলেজে কেরিয়ার টকস বলে একটি কর্মসূচী ও বিভিন্ন কর্মশালা চালু করেছে যার মাধ্যমে ছাত্রাবস্থা থেকেই তাদের কর্মসংস্থানমুখী কাজের জন্য গাইড করা হচ্ছে।

    কর্মশালার মূল উদ্দেশ্যে বাজারের কর্মসংস্থানের গতিপ্রকৃতি সম্বন্ধে অবহিত করা।

    গত আর্থিক বছরে আনুমানিক ৪৯৪টি কেরিয়ার টকস আয়োজিত করা হয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানে এবং এতে অংশ নেয় ৩৭৬৮৩জন পড়ুয়া। এর জন্য ব্যয় হয়েছে ১০.৯ লক্ষ টাকা।