|
---|
সেক আতিউল্লা(সম্রাট), চন্ডিপুর, পূর্ব মেদিনীপুর : খুবই সুন্দর ভাবে উদযাপন হলো নন্দীগ্রাম সিতানন্দ কলেজ (Anthropology department) শিক্ষক দিবস অনুষ্ঠান। শিক্ষক দিবস প্রতি বছর ভারতে ৫ ই সেপ্টেম্বর আনন্দের সহিত পালন করা হয়। আমাদের দেশ জুড়ে সকল স্কুলে ও কলেজে সুন্দরভাবে সজ্জিত করা হয় এবং এই অনুষ্ঠানটি খুব ধূমধামভাবে আয়োজিত করা হয়। ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুলসহ পার্শ্ব শিক্ষক এবং শিক্ষিকারাও এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এটি এমন একটি দিন যা স্কুলের স্বাভাবিক কাজকর্ম থেকে বিরত থাকার দিন। তাই ছাত্রছাত্রীরা এই দিনটিতে বিশেষ করে এগিয়ে আসে। অনুষ্ঠানটির শুভ সূচনা করেন নৃবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী মনীষা বেরা তার অসাধারণ রবীন্দ্র সংগীত এর মাধ্যমে।
তার পর শিক্ষক দিবস কি তা নিয়ে বক্তৃতা দেন নৃবিজ্ঞানের বিষয়ের head of the department – Dr. Bigitendriya Debsharma, তারপরে একে একে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা (Dr. Arup Bera, Priyanka Mandal, Sandip Kumar Samanta, Subhasis Das, Itusree Dey Karan.)তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
তিনি বলেন কি ভাবে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সু সম্পর্ক বজায় রাখতে হয়। Dr. Arup bera বলেন- বাবা মা পরে যাদের স্থান তারা হলেন শিক্ষক – শিক্ষিকা , আমরা নিজেরা এখানে ছেলে মেয়ে বাবা মায়ের মতো সবাই। তারপরে কেক কাটার মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে ভালোবাসা আরো সুদৃঢ় হয়ে ওঠে । তারপরে নৃবিজ্ঞান এর প্রথম বর্ষের ছাত্রী মৌমিতা দাস নৃত্য পরিবেশন করেন, যা সকল শিক্ষক শিক্ষিকা তথা কলেজ ছাত্র ছাত্রীদের মন মুগ্ধ করে । তার পর প্রথম বর্ষের ছাত্র সেক আতিউল্লার হাসাকৌতুক সব্বাইকে আনন্দ দিয়ে ছিলো । শেষমেষ কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।