“টক টু মেয়রে “ফোন! মেয়রকে অভিযোগ জানানোর পরই তড়িঘড়ি রাস্তা মেরামত করার কাজ শুরু শিলিগুড়িতে

নিজস্ব সংবাদদাতা : গত শনিবার “টক টু মেয়রে “ফোন করে মেয়রকে বলেছিলেন শিলিগুড়ির 40নং ওয়ার্ডের বাসিন্দা সমীর আর্য।তিনি জানিয়েছিলেন তৃণমূলকে ভোট দিয়ে ভুগছে শিলিগুড়ির মানুষ।আজকে তড়িঘড়ি কাজ শুরু করতে নির্দেশ দিলেন মেয়র।

    মেয়রকে সেই অভিযোগ জানানোর পরই তড়িঘড়ি রাস্তা মেরামত করার কাজ শুরু করা হল এলাকায়৷ বাসিন্দাদের থেকে সমস্যার কথা শোনার পরই মেয়র আশ্বাস দিয়েছিলেন রাস্তাটি যাতে ঠিক করা যায় তা দেখা হবে৷ এরপরই ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ প্রসাদ শাহ সেই বাসিন্দাদের সঙ্গে কথা বলেন৷এলাকায় গিয়ে বেহাল রাস্তা দেখেন৷এরপরই সেই রাস্তায় মাটি, পাথর ফেলা হয়৷ অভিযোগ ছিল ৪০ নম্বর ওয়ার্ডের একতিয়াশাল সংলগ্ন খাই খাই বাজারের সেই রাস্তার বেহাল অবস্থা বহুদিন ধরে৷ বৃষ্টিতে জল জমে যাওয়ায় সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যার মধ্যে পড়তে হয়৷ বিষয়টি জানার পর মেয়র তার আধিকারিকদের নির্দেশ দেন যত তাড়াতাড়ি হোক কাজ শুরু করে দিতে। সেই মত আজ 40নং ওয়ার্ডে কাজ শুরু হয়ে যায় আজ সকাল বেলা থেকেই। মেয়রের দপ্তর থেকে জানানো হয়েছে মেয়র আসবেন কাজ কিরকম হচ্ছে তা পরিদর্শন করতে।