|
---|
নিজস্ব সংবাদদাতা : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। দার্জিলিং,জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলা গুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিলিগুড়িতে শুরু হয়েছে বৃষ্টিপাত। এদিন সকাল থেকেই ছিল আকাশ মেঘলা, রোদের দেখা পাওয়া যায়নি। কিছুটা বেলা হলেই, আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। পথ চলতি মানুষদের হাতে ছাতা নিয়ে যাতায়াত করতে দেখা যায়।