ক্যান্সার রোগীদের চুল দান করলেন কোচবিহারের ছেলে রাজদীপ দে

কোচবিহার: কোচবিহারের ছেলে রাজদীপ দে আজকে তার চুল দান করলেন ক্যানসার রোগীদের জন্য।পেশায় একটি বেসরকারী সংস্থায় কর্মরত রাজদীপ বরাবরই মানুষের জন্য কিছু করতে চান।বর্তমানে তিনি দিল্লীর একটি বেসরকারী সংস্থায় কর্মরত।

    রাজদীপ ছুটি নিয়ে তার বাড়িতে এসেছিলেন।সেখানেই তার মাথায় এই চিন্তা চলে আসে।এবং তিনি তার এই চুল একটি সেচ্ছাসেবী সংস্থাকে দান করেন।রাজদীপ জানান সবার কাছে টাকা থাকে না,আমার এই চুল যদি কোন মুর্মুষ রোগীর কাজে লেগে যায় তবে আমার চাইতে কেউ আর বেশী খুশী হবে না।রাজদীপের এই উদ্যেগ সাড়া ফেলে দিয়েছে তার কোচবিহার শহরেও।তার এই কাজে গর্বিত তার বাবা মাও।তাদের ছেলে চাকরী করে প্রচুর টাকা উপার্জন করবার পাশাপাশি যে একজন ভালো মানুষ হয়ে ছে এটা ভেবেই গর্বিত তারা।আর রাজদীপ জানিয়েছে ভবিষ্যতে আবার সে চুল দান করবে,মানুষের মঙ্গলের জন্য।