সাহুডাঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলা সহ দুই নাবালিকার

শিলিগুড়ি: বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি শহর লাগোয়া সাহুডাঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলা সহ দুই নাবালিকার। যদিও গতকাল ঘটনাস্থলে এলাকাবাসীদের থেকে জানা গিয়েছিল তারা সম্পর্কে মা ও মেয়ে । কিন্তু আজ ময়নাতদন্তের পর পুলিশ সূত্রে জানা গেছে তারা সম্পর্কে মা ও মেয়ে নয়। তবে তারা সকলেই শিলিগুড়ি শহর সংলগ্ন রামনগর মজদুর বসতি এলাকার বাসিন্দা।

    মৃত মহিলার নাম সাখীনা বেগম ও মৃত দুই নাবালিকার নাম আলেয়া খাতুন ও রূপালী রায়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ও কাগজ কুড়াতে গিয়ে বিকেল চার টা নাগাদ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের। জানা গেছে প্রতিদিনের মতো কাগজ কুড়িয়ে বিকেলে বাড়ি ফেরার পথে সাহুডাংগি রেলসেতুর উপর দিয়ে পাড় হচ্ছিল তারা। এমন সময় পিছন থেকে একটি মালগাড়ি আচমকা চলে আসলে প্রাণ বাঁচাতে তারা সকলেই নদীতে ঝাপ দেয়।তাদের ঝাপ দিতে দেখে সেই সময় অনেকেই চিৎকার করে ওঠেন,অনেকেই সে সময় ওই তিনজনকে বাচাতে নদীতে ঝাপ দেয়, কিন্তুু তাদের বাচানো আর সম্ভব হয় নি।পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকজুড়ে। একেবারেই দুস্থ ওই মহিলাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। হতভাগা ওই মহিলারা কাগজ কুড়িয়েই সংসার চালাতেন।