|
---|
সেখ সামসুদ্দিন : ২ এপ্রিল, মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মেমারি শহর জয় হিন্দ বাহিনী ও মেমারি শহর টোটো ইউনিয়নের সহযোগিতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। এই শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানের আগে মেমারি নতুন বাসস্ট্যান্ড থেকে ৬টি টোটো গাড়ি ফ্লাগ মার্চ করে শুভ সূচনা করেন চেয়ারম্যান স্বপন বিষয়ী।এই ছয়টি টোটো মেমারি নতুন বাস স্ট্যান্ড, স্টেশন, চকদিঘী মোড় সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে বিনামূল্যে পৌঁছে দেওয়ার কাজ করবে। মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ এর সামনে ২৬০ জন ছাত্রছাত্রীকে গোলাপ ফুল জলের বোতল ও একটি করে কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, কাউন্সিলর তাপস পাঁজা, শেখ ইউসুফ, মনসুরা বেগম, রত্না দাস, চন্দনা মাঝি, বাপি মুখার্জী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, জয় হিন্দ বাহিনীর সভাপতি সৌরভ ঘোষ, টোটো ইউনিয়নের সম্পাদক শেখ নাসির উদ্দিন, মেমারি ব্লক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক সহ সদস্যবৃন্দ, ব্লক সংখ্যালঘু সভাপতি মীর পারভেজ উদ্দিন, প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা মৃন্ময় ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমস্ত ওয়ার্ডের কর্মীবৃন্দ। কৌশিক মল্লিক বলেন উচ্চমাধ্যমিকে ছাত্র-ছাত্রীদের হোম সেন্টার হাওয়াই তারা মানসিকভাবে অনেকটা চাপমুক্ত হয়ে পরীক্ষা দিতে পারছে এবং কোভিড বিধি মেনে দূরত্ব বজায় রেখে পরীক্ষা দিতে পারছে।