|
---|
নতুন গতি: রাজ্য সরকারের ইমাম, মোয়াজ্জেন ভাতা প্রকল্পে আবেদন করেও এখনও ভাতা পাচ্ছেন না অনেক ইমাম ও মোয়াজ্জেন। এই অভিযোগ উঠছে বীরভূমে। লোকসভা নির্বাচনে আগে জেলার কমবেশী সব ব্লক থেকেই ইমাম ও মোয়াজ্জেনরা তাদের মাসিক ভাতার জন্য আবেদন করেন। সেই আবেদনের সঙ্গে দেওয়া যাবতীয় নথিপত্র সহ জেলা সংখ্যালঘু দফতরের অফিসের মাধ্যমে কলকাতায় ওয়াকফ বোর্ডেও পাঠানো হয়েছে। কিন্তু মাসের পর মাস চলে গেলেও চালু হচ্ছে না ইমাম ও মোয়াজ্জেন ভাতা। জেলা সংখ্যালঘু দফতর সূত্রে জানা গেছে, অনেক মসজিদে ইমাম পরিবর্তন হলে পুরাতন ইমামের পরিবর্তে নতুন ইমামের নামে কমিটির রেজ্যুলেশন করে আবেদন করা হয়েছে। আবার অনেকে মাঝপথে ভাতা বন্ধ হয়ে গেছে। একই পদ্ধতিতে আবেদন করা হয় মোয়াজ্জেনদেরও। লোকসভা নির্বাচনের আগে বীরভূমে ৫৭ জন ইমামের ভাতা চালু হলেও বাকীদের এখনও চালু হয় নি। বোলপুর ব্লকের এক আধিকারিক বলেন, আকেদন জমা হবার পরপরই আমরা তা জেলা স্তরে পাঠিয়ে দিয়েছি। পঞ্চায়েতের মাধ্যমে তা সরেজমিনে খতিয়েও দেখা হয়েছে আবেদনকারী যথার্থ ব্যাক্তি কিনা। তারপর যা করার জেলা স্তর করবে। জেলার সংখ্যালঘু দফতর সূত্রে খবর, তারা সবই পাঠিয়েছেন রাজ্য ওয়াকফ বোর্ডে। এবার যা করার তারা করবেন। ওয়েষ্ট বেঙ্গল ইমাম ওয়েলফেয়ার এ্যসোসিয়েশনের দুবরাজপুর ব্লকের সাধারন সম্পাদক সিরাজুল হক বলেন বীরভূম জেলায় ইমাম মোয়াজ্জেন মিলিয়ে প্রায় আড়াই হাজার আবেদন পড়ে আছে। এখনও চালু হয় নি। জেলার অফিসার অফ মাইনোরিটি এ্যাফির্য়াস শায়ন্তন বোস বলন, ইমাম মোয়াজ্জেন মিলিয়ে প্রায় আড়াই হাজার মতো ভাতা পান। আরো কিছু আবেদন পরে আছে।