|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে শ্রাবণ সংক্রান্তি মহা সমারোহে পালিত হল মা মনসা দেবীর পুজো। এখানে মা মনসা দেবীর কোনো মন্দির নেই। একটি গাছের তলায় বেদি স্থাপন করে মা মনসা দেবীর পুজো হয়। বিগত একশত বৎসর ধরে মা মনসা দেবী এখানে পূজিতা হচ্ছেন। মা মনসা দেবীর পুজোয় চিঁড়ে, দুধ ভোগ দেওয়া হয়। মা মনসা দেবীর পুজো উপলক্ষে প্রসাদ ও ভোগ বিতরণ করা হয়। মহিলারা পরিবারের মঙ্গল কামনার জন্য মা মনসা দেবীর পুজো দেয়। এই পুজোয় ছাগ বলিদান প্রথা রীতি রয়েছে। এই পুজোয় ছাগ বলিদান ছাড়াও হাঁস বলিদান প্রথা চালু রয়েছে। পুজো উপলক্ষে মেলা বসে। ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে নন্দীগ্রাম এখন মেতে রয়েছে উৎসবের আমেজে। মা মনসা দেবীর পুজো উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়।