|
---|
নিজস্ব সংবাদদাতা :এবারে প্রথম থেকেই গরম আক্রমণাত্মক মেজাজে, চলছে চতুর্থ গিয়ারে। গোটা রাজ্য জুড়ে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়ছে। গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। সমতল থেকে পাহাড় পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। এবারে পাহাড়ে যথেষ্ট পরিমাণে গরম লক্ষ্য করা যাচ্ছে। এবারে গরমের নিরিখে রীতিমত মরু শহরের সাথে পাল্লা দিচ্ছে দার্জিলিং কালিংপং গ্যাংটক। উল্লেখ্য গত মঙ্গলবার রাজস্থানের জয়সালমীরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রীর আশেপাশে ঘোরাফেরা করেছে। অপর আরেক যোধপুর শহরে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করেছে। প্রসঙ্গত একই দিনে কালিম্পং এর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি। অবাক কান্ড রাজস্থানের দুটি শহর থেকে কালিম্পং এর সর্বোচ্চ তাপমাত্রা বেশি! স্বাভাবিকভাবে এই সময় জয়সালমীর ও যোধপুর এর সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ থেকে ৪৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করে। কিন্তু এবারে একেবারে উল্টা পূরণ সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। এবারে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে রাজস্থানের সংলগ্ন এলাকা গুলিতে যার কারণে তাপমাত্রার পতন ঘটেছে। এছাড়া মরুভূমি এলাকাগুলিতেও অন্তত তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যা একেবারেই অস্বাভাবিক ব্যাপার বলে মনে করছেন আবহাওয়াবিদরা। অপরদিকে সমতল শহর শিলিগুড়ি জলপাইগুড়িতে ও তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে। তাপমাত্রার নিরিখের রীতিমতো পাল্লা দিচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার সাথে শিলিগুড়ি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে শিলিগুড়িতে অনুভূতি হচ্ছে অন্তত ৪৪ ডিগ্রি। সব মিলিয়ে পাহাড় থেকে সমতল গরমে দিশাহারা সাধারণ মানুষ কবে মুক্তি পাবেন সেই আশায় দিন গুনছেন।