|
---|
নিজস্ব প্রতিবেদক:- সোনার বিস্কুট পাচার রুখে দিল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দফতর। বড় সাফল্য পেলেন দফতরের আধিকারিকরা। গোপন সূত্রে এই পাচারের খবর পেয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দফতর। এরপরই মালদা থেকে শিলিগুড়িগামী বাসে তল্লাশি চালানো হয়। শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে বাসটিতে তল্লাশি চান আধিকারিকরা। এরপর হাওড়ার বাসিন্দা অমিত শাহ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তবে দেখে একেবারেই বোঝার উপায় নেই যে ওই যুবক সোনা পাচারের সঙ্গে যুক্ত।দফতর সূত্রে জানা গিয়েছে, তার কাছ থেকে ২০টি সোনার বাট বাজেয়াপ্ত করা হয়েছে। দফতর সূত্রে জানা গিয়েছে তার গোপনাঙ্গের কাছে সোনার বাটগুলি লুকানো ছিল। সম্ভবত সেগুলি মায়ানমার থেকে আনা হয়েছিল। এদিকে উদ্ধার করা সোনার ওজন প্রায় ৩কেজি ৩২০ গ্রাম। ওই সোনার বাটগুলির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৭১ লাখ, ৮৭ হাজার, ৬৪০ টাকা। ওই ব্যক্তির অন্তর্বাসের মধ্যে ওই সোনার বাটগুলি লুকানো ছিল বলে অভিযোগ। এদিকে রবিবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।এদিকে সোনার বাটগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি সেটা খতিয়ে দেখা হচ্ছে। শিলিগুড়িতে কারোর কাছে এগুলি পৌঁছে দেওয়ার কথা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।