ভারী বৃষ্টিপাতের কারণে প্রবল ধস সিকিমে

নতুন গতি নিউজ ডেস্ক: ভারী বৃষ্টিপাত সিকিমে।ধসের কারনে আটকে বহু গাড়ি।গতকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারনে প্রবল ধস নামে সিকিমে।লাচুং এবং পেলিং এ নামে প্রবল ধস।ধসে বিপর্যয় ঘটে যায় সিকিমের পর্যটন ব্যাবস্থার।গ্যাংটকেও আটকে যায় বহু গাড়ি।সিকিম থেকে শিলিগুড়িগামী সব গাড়িই আটকিয়ে যায় রাস্তায়।ফলে প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে যান পর্যটকেরা।মুষ্কিলে পড়ে যায় বড় বড় হোটেলগুলিও।বুকিং থাকলেও নির্দিষ্ট সময়ে ঢুকতে পারেন নি পর্যটকেরা।বৃষ্টির কারনে ধস নামায় সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেয় সিকিমের প্রশাসন।ধসের জন্য বন্ধ হয়ে পড়ে সিকিমের গোটা পরিবহন ব্যাবস্থাও।আটকিয়ে পড়ে বড় বড় পন্যবাহী গাড়িও।অনেক পর্যটকই মাঝ রাস্তায় এসে আবার সমতলে নেমে যেতে বাধ্য হন ধসের জন্য।

    সিকিমের প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে একদিন আগে এই ধস সরিয়ে দেওয়া কোনমতেই সম্ভব হবে না।এদিকে সিকিম ফেরত পর্যটকদের শিলিগুড়িতে ফিরে হোটেলের ব্যাবস্থা করা হয়েছে শিলিগুড়ির হোটেল আসোসিয়েসনের তরফ থেকে।কোন রকম অসুবিধায় তারা যাতে না পড়েন সেটা দেখবে হোটেল আসোসিয়েসন।