|
---|
পবিত্র ঈদের আগে, জন সচেতনতা গড়ে তুলতে ডিজিটাল প্রচার সত্যের কলমের।
ইলিয়াস মল্লিক, নতুন গতি: ইতিমধ্যেই সুরাপ্রেমীদের কথা চিন্তা করে শর্তসাপেক্ষ ভাবে সরকারী ভাবে ছাড় দেওয়া হয়েছিল মদ ব্যবসায়ীদের কিন্তু মদের দোকান খোলায় লক ডাউন ব্যাহত হয়েছে ব্যাপকহারে, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, খুশির ঈদ শান্তি ও সুস্থতার সাথে উদযাপিত হয় তাই সত্যের কলম নামের একটি সংগঠন প্রচার করছে সতর্কতার বানী। ঐ সংগঠন গ্রাফিক্সের মাধ্যমে ও নানা সংখ্যালঘু অধ্যুষিত এলাকার দেওয়ালে পোস্টার লাগিয়ে সচেতন করছে জনসাধারনকে।
মূলত ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের সমাগম ও উৎসবের মেজাজে সেজে ওঠে তিলোত্তমা কোলকাতা, জাঁকজমক পূর্ণ করে চলে কেনাকাটা। কিন্তু করোনা মহামারী কারনে এবছর জনশূন্য কোলকাতা তথা সারা ভারতবর্ষ। উৎসবের আনন্দ ও উদ্দীপন বজায় রাখতে সরকারী ভাবে লক ডাউনে শিথিলতা আনলেও এই সময়ে বাইরে বের হওয়া বিপদজনক হবে বলে আশঙ্কা করছে ঐ সংগঠনের প্রতিনিধিরা এছাড়াও সোশাল মিডিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন কে লক্ষ্য করে অপপ্রচার ও ভুয়ো খবর প্রকাশ করে সাম্প্রদায়িক উসকানি মূলক পোষ্ট ভাইরাল হয়েছে অনেক বার। তাই পশ্চিমবঙ্গের সত্যের কলম নামের একটি সংগঠন আগে থেকেই সতর্কতার বার্তা প্রচার করছে সোশাল মিডিয়ায়।