পুণ্যিপুকুর” পত্রিকার ‘পুণ্যিপুকুর ব্রত’ সংখ্যার উদ্বোধন সাসারামে

নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর:  — হিন্দুদের অন্যতম লোকাচার সমৃদ্ধ বিষয়কে নিয়ে পত্রিকা প্রকাশিত হল শিখদের ধর্মগুরুর জন্মদিনে এবং মুসলিম সুলতানের স্মৃতিবিজড়িত প্রত্নতাত্বিক স্থানে। পূর্ব মেদিনীপুর থেকে ভাস্করব্রত পতি সম্পাদিত মেলা উৎসব ব্রত পার্বণ পূজা পরব বিষয়ক লিটল ম্যাগাজিন “পুণ্যিপুকুর” (ISSN NO – 2349 7254) এর এবারের বিষয় ‘পুণ্যিপুকুর ব্রত’।

    ১৪৬৯ সালে আজকের দিনে শিখদের প্রথম ধর্মগুরু গুরু নানক দেব জন্মগ্রহণ করেন। এমনই এক স্মরণীয় দিনে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ৬ সদস্য ড. মৌসম মজুমদার, নরসিংহ দাস, মনিকাঞ্চন রায়, সূর্যশিখা দাস, সোমাশিষ দাস এবং ভাস্করব্রত পতিরা যৌথভাবে উদ্বোধন করলেন ‘পুণ্যিপুকুর’। সুরি রাজবংশের নৃপতি তথা Grand Trunk Road এর প্রতিষ্ঠাতা শের শাহ সুরির স্মৃতিতে সাসারামে নির্মিত সমাধীস্থলে সেই ছোট্ট অনুষ্ঠান।

    ১৪৭২ সালে (মতান্তরে ১৪৮৬) জন্ম শের শাহ সুরির। সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ১৫৪৫ এর ২২ শে মে মৃত্যু হয় তাঁর কালিঞ্জর দুর্গ দখলের সময় গান পাউডার বিষ্ফোরণে। এই সাসারামে বিখ্যাত স্থপতি আলিওয়াল খান ১৫৪০ – ১৫৪৫ এর মধ্যে Red Stone দিয়ে শের শাহ সুরির স্মৃতিতে একটি Tomb বানিয়ে দেন। যা আজও ইতিহাসপ্রিয় মানুষ জনের কাছে সমান আকর্ষন। ১৫৩০ – ১৫৪০ এর মধ্যে শের শাহ সুরি সাসারামে তাঁর রাজধানী স্থাপন করেন। যদিও সুরি রাজবংশের শেষ ৫ বছর রাজধানী ছিল দিল্লীতে। চট্টগ্রাম থেকে কাবুল পর্যন্ত গ্র্যাণ্ড ট্রাঙ্ক রোড তৈরির ভাবনা তাঁরই। সেই সাসারামের ঐতিহাসিক স্থানে উদ্বোধন হল ‘পুণ্যিপুকুর’।

    এবারের সংখ্যায় লিখেছেন ড. মিহির চৌধুরী কামিল্যা, ড. শীলা বসাক, ড. শ্যামল বেরা, বিধান বিশ্বাস, ভাস্করব্রত পতি, অঘোরনাথ চট্টোপাধ্যায়,ড. রঞ্জিতা মৈত্র, ড. সৌগত চট্টোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, দেবাশীষ প্রধান প্রমুখ।