|
---|
সত্যজিৎ চক্রবর্তী : হুগলি জেলার নালিকুল-মালিয়ার সাহিত্য পত্রিকা “পথের সাথী “র উদ্যোগে আটই নভেম্বর মঙ্গল বার মালিয়া বিনোদবিহারী প্রাথমিক বিদ্যালয়ে পত্রিকা উদ্বোধন উপলক্ষে এক মহতী সাহিত্য সভা হয়ে গেল। এই সভায় সভাপতিত্ব করেন পঙ্কজ কুমার দাস। সম্মানীয় অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক অজিত কুমার কোলে, সাংবাদিক -সাহিত্যিক নৌশাদ মল্লিক, অধ্যাপক ডঃ মৈনাক কুমার দে, ডঃ রেণুপদ ঘোষ প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন তারাপদ ধল। কবিতা পাঠ করেন শেখ সিরাজ, দীপ্তি চক্রবর্তী, সুস্মিতা দাস, রণজিৎ সাবুই,তীর্থঙ্কর সুমিত,কোহেলী ঘোষ, সিরাজুল ইসলাম, তৈয়ব মন্ডল,, সুলেখা চৌধুরী, সমৃদ্ধ দাস, ডঃ মৈনাক দে, শিশু শিল্পী সৌমিক দাস,সৌরীন মুখোপাধ্যায় প্রমুখ। বীরেন কোলে সন্ধ্যা মুখার্জির গান মহিলা কন্ঠে গেয়ে শ্রোতাদের অভিভূত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যুৎ চক্রবর্তী এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার সম্পাদক কার্তিক ঘোষ।