বিজেপির শিক্ষক সেলের অনুষ্ঠান বোলপুরে

নিশির কুমার হাজরা, নতুন গতি,  শান্তিনিকেতন :আজ বোলপুরে অনুষ্ঠিত হয়ে গেল বিজেপি শিক্ষক_সেলের বৈঠক।

    শিক্ষক সেলের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি মাননীয় শ্যামাপদ_মন্ডল, শিক্ষক সেলের কনভেনার মাননীয়, মোহন_সিংহ , শিক্ষক সেলের অবজারভার মাননীয় সুশান্ত_লাহা এবং জেলা বিজেপির সকল নেতৃত্ব।

     

     

    গত লোকসভা ভোটের ওয়ার্ড ভিত্তিক ফলাফল প্রসঙ্গ টেনে বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন, শাসক দল তৃণমূল বর্তমানে যে দুর্বল হয়ে পড়েছে তার প্রকৃত প্রমাণ সচেতন শিক্ষিত মানুষ হাতে হাতে পেয়েছেন। বর্তমানে সমাজের বিশিষ্ট শিক্ষিত নাগরিক জেলার শিক্ষক মন্ডলী উপলব্ধি করতে পেরেছেন বোলপুর এলাকা জুড়ে শাসকদলের কি সুন্দর ভরাডুবি। তাই সময় থাকতে সচেতন নাগরিক এর কাছে আবেদন তারা সর্বভারতীয় বিজেপির আদর্শ অনুসরণ করে চলার চেষ্টা করুন।

     

     

    তাহলে আগামী দিনে সমাজ তথা শিক্ষিত নাগরিক ও সাধারন মানুষ আরও সুন্দর ভাবে বেঁচে থাকার রসদ উপলব্ধি করতে পারবেন এবং শাসক দল কি ভয়ংকর দুর্নীতি ও অপশাসন চালিয়ে আপনাদের নির্যাতন ও অপমানিত করে চলেছেন সেটা আরও পরিষ্কার আপনারা দেখতে পাবেন।

     

     

    এদিন বিজেপির শিক্ষক সেলে শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। শিক্ষক দের শিক্ষার বাইরে কিছু করানো যাবে না। শাসক দল শিক্ষকদের দিয়ে নানা অনৈতিক কাজ করিয়ে নিযেছে। বিজেপি কোন ও অনৈতিক কাজ পছন্দ করে না।