|
---|
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: রাজ্যজুড়ে চলছে বনমহোৎসব। এই বনমহোৎসব বা অরণ্য সপ্তাহকে সামনে রেখে সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা, আমারকার গর্ব”-এর পরিচালক মন্ডলীর উদ্যোগে চারাগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল মহকুমার কুলটিকরি পাটাশোলে । শনিবার সকালে এখানে বেশকিছু চারাগাছ রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন বিশ্বজিৎ পাল, মডারেটর শিক্ষক সুমন মন্ডল, শিক্ষক গৌরসাধন দাস চক্রবর্তী,ভাষা পরিবারের খুদে সদস্য রিদম পাল সহ আশেপাশের এলাকায় বেশ কিছু মানুষ। এখানে লাগানো গাছগুলি রক্ষনাবেক্ষনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন পরিবেশপ্রেমী শিক্ষক গৌরসাধন দাস চক্রবর্তী।
উল্লেখ্য এর আগে শুক্রবার গোপীবল্লপুরে কুঠিঘাট রামকৃষ্ণ আশ্রমে গ্রুপের পক্ষ থেকে চারাগাছ রোপণ করা হয়। সেখানকার কর্মসূচিতে আশ্রমের মহারাজসহ গোপীবল্লভপুর ও সংলগ্ন এলাকায় অবস্থানকারী এই গ্রুপের সদস্য বন্ধুরা উপস্থিত ছিলেন। মেদিনীপুর থেকে গ্রুপের অন্যতম মডারেটর সুদীপ কুমার খাঁড়া জানান, এর আগে তাঁরা শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে চারাগাছ রোপণ করেছেন এবং পরিবেশ দিবসের দিন বিভিন্ন এলাকায় তাঁরা ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগিয়েছেন।