বীরভূমের অনুব্রত মণ্ডলের (কেষ্ট) বাড়িতে জমিয়ে মাছ ভাত খেলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা

 

    জাকির হোসেন সেখ, ২৯ এপ্রিল, নতুন গতি: রাজনৈতিক মহলের জল্পনাকে তুঙ্গে তুলে, কয়েকমাস আগে দলত্যাগী বিদায়ী তৃনমূল সাংসদ বিজেপিতে যোগ দিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হ‌ওয়া অনুপম হাজরা আজ বিজেপির পদ্মফুল মার্কা উত্তরীয় গলায় পরে, শ্রদ্ধেয় “কেষ্ট কাকার” বাড়িতে গিয়ে কব্জি ডুবিয়ে মাছ ভাত খেলেন। এই কদিন আগেই মাত্র যাঁরা একেঅপরের বিরূদ্ধে “ছাগল” ইত্যাদি সম্বোধনে আক্রমণ করছিলেন।
    কি এমন হল যে সেই তিক্ত অতীতকে পেছনে ফেলে একজন আরেকজনকে উষ্ণ আতিথেয়তায় ভরিয়ে তুলল ?
    কোনো কোনো মহল থেকে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে যে, ঘটনাটা আদৌ কাকতালীয় তো নাকি পুর্ব পরিকল্পিত ? এমন‌ই প্রশ্ন উস্কে দিয়ে চতুর্থ দফার উত্তেজনাপুর্ণ ভোটগ্রহণের দিন তৃণমূলের বীরভূম জেলা সভাপতির সঙ্গে দিব্যি মধ্যাহ্ন ভোজে দেখা গেল যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে।
    রাজনৈতিক মহলে যাই প্রশ্ন‌ই উঠুক না কেন বঙ্গ বিজেপি কিন্তু এটাকে দুশ্চিন্তার কারণ হিসেবেই দেখবে। কেননা অনুপম হাজরার সামনেই যখন অনুব্রত মণ্ডল বলেন যে একে
    ”দলে ফিরিয়ে নেব” তখন কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে মৌন থাকতেই দেখা গেছে। আর কে না জানে যে মৌনতাই সম্মতির লক্ষণ !