অপরাধ রুখতে এলাকার ১২৮ জায়গায় সিসিটিভি বসালো গলসি থানা।

আজিজুর রহমান,গলসি : রাজ্যের সব থানার সাথে সাথে গলসি থানাতেও পালিত পুলিশ দিবস। এই দিনটিতে এলাকার মানু‌ষের জন্য একটি ভালো কাজ করলেন গলসি ওসি দীপঙ্কর সরকার ও তার টিম। কার্যতঃ এলাকার ১২৮ টি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হয় থানার উদ্দ্যোগে। যার ফলে একদিকে যেমন নিরাপত্তা পাবে সাধারণ মানুষ। অন্য দিকে বিভিন্ন অপরাধ ঠেকাতে সক্ষম হবে পুলিশ। এদিকে পুলিশ ডে দিনটিকে এলাকার মানু‌ষের কাছে স্মরণীয় রাখতে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয় থানার পক্ষ থেকে। যেখানে এলাকার শতশত মানুষ এসে বিনামূল্যে চিকিৎসা পরিসেবা নেন। তাছাড়াও এদিন থানার মেন গেটের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। এছাড়াও এদিন সিসিটিভির মনিটারিং রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্যামেরায় নজর রাখার জন্য ছয় জন সিভিক ভলেনযটিয়ারকে দায়িত্ব দেওয়া হয়। জানা গেছে, ওই সব বিভিন্ন জনমুখী কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাইস মিল অ্যাসোসিয়েসন সহ অনেক ব্যবসায়ীরা। এদিন তাদের ধন্যবাদ জানান গলসি ওসি দীপঙ্কর সরকার।