|
---|
সেখরিয়াজুদ্দিন,বীরভূমঃ ২০২০ সালের মাধ্যমিকে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় আজ বীরভূম জেলার লোকপুরে আলফাপ্লাস কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে। লোকপুর ও লক্ষীনারায়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারিদের উক্ত কম্পিউটার সেন্টারের মধ্যে স্যানিটাইজার, মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে কৃতি ছাত্রছাত্রীর হাতে মানপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।
এদিন উপস্থিত ছিলেন স্থানীয় লোকপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জয়দেব দত্ত,বিক্রমশীলা সোসাইটি’র সুপার ভাইজার নৃপেন্দ্র নাথ সৌ,স্থানীয় সাংস্কৃতিক কর্মী রাসবিহারী শীল প্রমুখ। সংবর্ধনা পেয়ে এক সাক্ষাৎকারে খুশি ব্যক্ত করে এবং পরবর্তী পরীক্ষায় যেন আরো ভালো ফলাফল করতে পারি তার উতসাহ বৃদ্ধি পেলাম বলে পিউ চৌধুরী নামে এক ছাত্রী জানান। অন্যদিকে সংস্থার সেন্টার ইনচার্জ সুমন দত্ত এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান আজকের ঘটনা সম্পর্কে।ছাত্র ছাত্রীদের উতসাহ প্রদানে সংস্থার পক্ষ থেকে এক ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে।