|
---|
নিজস্ব প্রতিবেদক:- মুর্শিদাবাদ জেলার আন্তর্জাতিক সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর এবার গ্রেফতার করা হল এক বাংলাদেশি নাগরিককে। রবিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বাজিৎপুর বিওপি ও বিএসএফ একজন বাংলাদেশিকে গ্রেফতার করে।জানা যায়, রবিবার রাতে বিএসএফ-এর কর্তব্যরত জওয়ানরা সীমান্তবর্তী এলাকায় টহলদারি চালানোর সময় এক ব্যাক্তিকে আটক করে। আটক করার পর বি এস এফ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ধৃত ব্যক্তির বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পিরগঞ্জ থান এলাকায়। আরও জানতে পারা যায়, ধৃত ঐ বাংলাদেশি চোরা চালানের উদ্দেশ্যেই এই দেশে প্রবেশ করেছিল। ঘটনার জেরে ধৃত বাংলাদেশি নাগরিককে বিএসএফ আধিকারিকরা সুতি থানায় নিয়ে এলে সোমবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে বেআইনি ভাবে অনুপ্রবেশের মামলা রুজু করা হয়েছে।জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে বাংলাদেশি নাগরিকের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। পুলিশ জানান, ‘আমরা আজকে ধৃত বাংলাদেশি নাগরিককে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করেছি। তবে কি কারণে আমাদের দেশে ঢুকল তারও তদন্ত করবে পুলিশ।’ পাশাপাশি পুলিশ এও জানিয়েছে, ‘ওই ব্যক্তি কি ভাবে আমাদের দেশে প্রবেশ করেছে ও কি কি চোরা চালান করত তাও জিজ্ঞাসাবাদ করা হবে।’উল্লেখ্য মুর্শিদাবাদ জেলায় রয়েছে বিস্তৃত আন্তর্জাতিক সীমানা। ডোমকল মহকুমা, মুর্শিদাবাদ মহকুমা ও জঙ্গিপুর মহকুমার একাধিক ব্লক বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায়। ইতি মধ্যেই মুর্শিদাবাদ জেলা পুলিশ তদন্ত করে বাংলাদেশে পাচারের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এর আগেও একাধিক বার হানা দিয়ে ফেন্সিডিল পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অন্যদিকে গত শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানা এলাকা থেকে এক ব্যক্তিকে দুটি দেশি পাইপগান ও চার রাউন্ড থ্রি নট থ্রি গুলিসহ গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, সেই আগ্নেয়াস্ত্রগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল। তবে তার আগেই আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। তবে এদিন সুতির আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশি নাগরিক গ্রেফতার হতেই নড়ে চড়ে বসেছে জঙ্গিপুর জেলা প্রশাসন।