|
---|
নিজস্ব প্রতিবেদক:- গতকালই রাজ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করায় খুন হয়েছেন সদ্য নির্বাচিত দুই কাউন্সিলরকে। এবার মালদার (Malda) চাঁচলে এক ব্যক্তিকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণের অভিযোগ উঠল। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের কাছে স্বামীকে অপহরণের অভিযোগ জানিয়েছেন স্ত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার খরবা ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত ব্যক্তির নাম মুকুল আলি। তাঁর বাড়ি চাঁচলের সাহাবাজপুর গ্রামে। সোমবার গোটা ঘটনার বিবরণ জানিয়ে চাঁচল থানার খরবা ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছেন অপহৃত ব্যক্তির স্ত্রী আকতারি বিবি।অপহৃত ব্যক্তির স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী দিঘাবসতপুরে মেয়ের বাড়িতে গিয়েছিলেন। রবিবার রাতে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মুকুল আলি নামে ওই ব্যক্তি। কিন্তু সময় মতো বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। সেই সময়ই আশপাশের এলাকা থেকে তিনি শুনতে পান যে তাঁর স্বামীকে অপহরণ করে কেউ বা কারা গাড়িতে তুলে নিয়ে চম্পট দিয়েছে। জানা গিয়েছে, মুলাইবাড়ী-সাহাবাজপুর গ্রামীণ সড়কের মাঝামাঝি বিলাসী এলাকায় বোলেরো গাড়িতে এসে কয়েকজন ওই ব্যক্তির মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণ করে। অপহৃত ব্যক্তির কাছে নগদ কুড়ি হাজার টাকা ছিল বলে দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। সোমবার খরবা ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে অপহৃত ব্যক্তির স্ত্রী আকতারি বিবি। খরবা ফাঁড়ির ইনচার্জ মনোরঞ্জন সরকার জানিয়েছেন, তাঁরা অভিযোগ পেয়েছেন। এবং ঘটনার তদন্তও শুরু হয়েছে। পাশাপাশি বিলাসী এলাকা থেকে একটি সাইকেলও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু কে বা কারা ওই ব্যক্তিকে অপহরণ করেছে, সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য জানা যায়নি। অপহৃত ব্যক্তির সঙ্গে কারও কোনও পুরনো শত্রুতা ছিল কিনা, সে সম্পর্কেও তদন্ত চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজ্যে একের পর এক এমন ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।