একশো দিনের কাজে জেলার মধ্যে প্রথম স্থানে এল খণ্ডঘোষ ব্লক

নিজস্ব প্রতিবেদক:- একশো দিনের কাজে জেলার মধ্যে প্রথম স্থানে এল খণ্ডঘোষ ব্লক। এই প্রকল্পের আওতায় ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে বৃক্ষ রোপন, পুকুর খনন, ড্রেন সংস্কার ও রাস্তা তৈরির কাজে রেকর্ড কর্মদিবস সৃষ্টি হয়েছে এই ব্লকে। বরাদ্দ অর্থের অনুমোদিত সব কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। চলতি অর্থবর্ষে মোট ১২ লক্ষ ৭১ হাজার ৫২৫ টি কর্মদিবস সৃষ্টি হয়েছে। এরমধ্যে জেলার অন্যান্য ব্লকের নিরিখে খণ্ডঘোষ ব্লকের সংখ্যা বেশি বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা (East Bardhaman News)।জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের রিপোর্ট অনুযায়ী, বরাদ্দ অর্থ খরচের ভিত্তিতে দ্বিতীয় স্থানে রয়েছে খণ্ডঘোষ ব্লক। মোট অর্থের ৬৫. ৬০ শতাংশ কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মন্তেশ্বর ব্লক ও আউসগ্রাম এক ব্লক। চলতি বছরে ফ্রেব্রুয়ারি মাসে পাওয়া অর্থ ও খরচের হিসাব অনুযায়ী জেলায় প্রথম স্থানে রয়েছে খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি (East Bardhaman News)। দ্বিতীয় স্থানে আউসগ্রাম দুই ও তৃতীয় স্থানে জামালপুর ব্লক। এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা জানান, “একশো দিনের কাজে পূর্ব বর্ধমান জেলা বরাবরই সেরা স্থানে থাকে। এবছরও একশো দিনের কাজ জেলায় অনেক ভালো হয়েছে। করোনা পরবর্তী সময়ে এই কাজের কর্মদিবস সৃষ্টির মাধ্যমে গ্রামীণ মানুষ উপকৃত হচ্ছেন।”অন্যদিকে খণ্ডঘোষ বিডিও সত্যজিৎ কুমার বলেন, “সকলের সহযোগিতায় জেলার মধ্যে এই ব্লক এগিয়ে রয়েছে। কর্মদিবস সৃষ্টি ও বরাদ্দ অর্থ খরচের নিরিখেও খণ্ডঘোষ ব্লক প্রথম স্থানে রয়েছে। এছাড়াও জেলার পঞ্চায়েত সমিতির নিরিখে খণ্ডঘোষ ব্লক ৭১. ৯৪ শতাংশ কাজ করে প্রথম স্থানে রয়েছে।” সব মিলিয়ে একশো দিনের কাজের নিরিখে খণ্ডঘোষ ব্লক প্রথম স্থান পাওয়ায় যেমন খুশি প্রশাসনিক আধিকারিকরা তেমনই খুশি স্থানীয়রাও। খণ্ডঘোষ ব্লক প্রথম স্থান অধিকার করায় স্বাভাবিক ভাবেই একশো দিনের কাজে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।