|
---|
সেখ রিয়াজউদ্দিন, নতুন গতি, বীরভূম: আজ ২৭ শে জুলাই জেলার নেহেরু যুব কেন্দ্রের সহায়তায় এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের উদ্যোগে জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে আয়োজিত হলো স্বচ্ছ ভারত, বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি। অনুষ্ঠানটি হয় রাজনগর থানার বাঁন্দি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জল ধরো জল ভরো, পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখুন,গাছ আনে বৃষ্টি প্রকৃতির সৃষ্টি, বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করুন,গাছ লাগান প্রান বাঁচান ইত্যাদি শ্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষক ও সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের সঙ্গে র্যালি করে বাঁন্দি গ্রাম পরিক্রমা করে। এরপর বিদ্যালয় চত্বরে শিক্ষক, ছাত্র,ছাত্রী সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিদের হাত দিয়ে চারাগাছ রোপণ করা হয়। এই উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শৌচাগার ব্যবহার, বাল্যবিবাহ বন্ধ,,স্বচ্ছতা,জলসংকট, বিশ্ব উষ্ণায়ন, ডেঙ্গু ইত্যাদি বিষয়ের উপর নাটক, কবিতা ও বক্তব্যের মাধ্যমে সবাইকে সচেতনতার বার্তা দেওয়া হয়। শেষে সবার জন্য ছিল জলযোগের ব্যবস্থা। এ সম্পর্কে রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের তরফে কোষাধ্যক্ষ স্বপন বাগ্দী ও কর্ন দাস জানান, বিশ্ব উষ্ণায়ণের ভয়াবহ প্রভাব চলছে, খরা অনাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে গোটা পৃথিবী জুড়েই। ডেঙ্গুর প্রকোপ ও বাড়ছে। তাই বৃক্ষরোপণ,জলসংরক্ষন এবং সচেতনতা দরকার। বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখাও জরুরি। সেই সমস্ত সচেতনতার বার্তা দিতেই আজ আমাদের এই অনুষ্ঠানের আয়োজন।